রামগড়ে শেষ বিদায়ের বন্ধু'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধিঃ
স্বেচ্ছাসেবী সংগঠন শেষ বিদায়ের বন্ধু সংগঠন খাগড়াছড়ির রামগড় উপজেলা শাখার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও সীমিত পরিসরে সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ( ৮ এপ্রিল) বৃহস্পতিবার,বিকায় ৫ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় পুরান রামগড় ইসলামিয়া আজিজুল উলুম কাজীবাড়ী মাদ্রাসায় দোয়া ও সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের রামগড় উপজেলা শাখার টিম প্রধান শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শেষ বিদায়ের বন্ধু সংগঠনের প্রধান সমন্বয়ক মাওলানা আখতার হোসাইন জিহাদি, রামগড় কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল হক, কাজী বাড়ি মাদরাসার নায়েবে মুহতামিম মাওঃ ওবায়দুল হক প্রমূখ। সভায় বক্তারা বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ২য় ধাপের ভয়াবহতা ইতিমধ্যে মারাত্মক আকার ধারণ করছে। প্রতি দৈনিক সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের রেকর্ড হচ্ছে। এই মুহুর্তে সাধারণ মানুষ সচেতন না হলে মৃত্যুর হার আরো বাড়ার আশংকা রয়েছে। তাই সকলকে স্বাস্থ্য বিধি মানার পাশাপাশি মহান আল্লাহর নিকট এই মহামারি থেকে পরিত্রাণের জন্য প্রর্থনার আহবান জানান।
পরিশেষে দেশেরও জাতির় সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


No comments