হরিপুর মাটির দেয়াল চাপা পড়ে এক যুবকের মৃত্যু
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সদর ইউনিয়নের খােলড়া গ্রামে বুধবার সকালে মাটির দেয়াল চাপা পড়ে সাহেরুদ্দীন ( ৩০ ) নামে এক যুবকের মৃত্যু হয়েছে ।
সাহেরুদ্দীন খােলড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে । জানা যায় , খােলড়া গ্রামে আপন ফুফু সাজেনুরের পাকা ঘর নির্মাণের জন্য মাটির দেয়াল ভাংগার কাজ করছিল সাহেরুদ্দীন । মাটির ঘরের একটি দেওয়াল তার উপরে ভেঙ্গে পড়ে । এতে সাহেরুদ্দীন মাটির নিচে চাপা পড়েন । এসময় বাড়ির ও স্থানীয় লােকজন তাকে টেনে বের করে হরিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন ।
হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরঙ্গজেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


No comments