Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 70k+ readers in voiceofbd24

Breaking News

হরিপুরে এক মাদক ব্যবসায়ী আটক



ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সদর ইউনিয়নের বশলগাঁও গ্রামের মৃত কিসমত আলীর ছেলে মফিজুল ( ৫০ ) কে আটক করেছে হরিপুর থানা পুলিশ । পুলিশ জানায় , মফিজুল দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে মাদকের ব্যবসা করে আসছিল । ২০১৮ সালে বিপুল পরিমাণে মাদক দ্রব্যসহ আটক করে থানা পুলিশ । ঐ বছরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্পেশাল মামলা নং -৪৯৪ / -১৮ হরিপুর থানায় মামলা রুজু করা হয় । মাদক দ্রব্য চোরাচালান মামলায় সিনিয়র দায়রা জর্জ ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মফিজুল কে যাবজ্জীবন সাজা সহ কুঁড়ি হাজার টাকা জরিমানা প্রদানের রায় ঘােষণা করেন ।হরিপুর থানা ওয়ারেন্ট প্রাপ্তি হওয়ার পরে বহুবার আটকের চেষ্টা করেন , কিন্ত মফিজুল গ্রেফতার এড়ানাের জন্য একপর্যায়ে ভারতে পালিয়ে যায় । গােপন সংবাদের ভিত্তিতে হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরঙ্গজেব এর নির্দেশনায় আজ ( ১১ এপ্রিল ) রবিবার দুপুরে তার নিজ গ্রাম বসালগাও - এ অভিযান চালিয়ে মফিজুল কে আটক করে । হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরঙ্গজেব জানান , মফিজুল ইসলাম নামে একজন যাবৎজীবন সাজা প্রাপ্ত আসামিকে আটক করা হয়েছে । আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে ।

No comments