Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 70k+ readers in voiceofbd24

Breaking News

ফটিকছড়িতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

 


নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধিঃ

ফটিকছড়িতে হেফাজতে ইসলাম ও  ইসলামী আইন বাস্তবায়ন কমিটির যৌথ উদ্যোগে  বায়তুল মোকাররম ও হাটহাজারী সহ দেশব্যাপী মুসল্লীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশাল  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ (২৭মার্চ) শনিবার বিকেলে ফটিকছড়ি নাজিরহাট  ঝংকার সিনেমার মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব  জামিয়া বাবুনগরের নায়েবে মুহতামিম  মাওলানা আইয়ুব বাবুনগরী। 

মুফতি আবু মকনু আজিজীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নাজির হাট মাদ্রাসার মুহতামিম মুফতী হাবিবুররহমান কাসেমী, মাওঃ ইহইয়াহ , মুফতী রহীমুল্লাহ শাহানগরী মাওঃ মাহমুদ শাহ ধর্মপুরী,মাওঃ হারুন আজিজী নদবী, মাওঃমুফতী রবীউল আলম, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা আতিকুল্লাহ ,মাওঃফরিদুল আলম ,মুফতী নেজাম, মুফতী আব্দুল হাকিম ,মাওঃআছেম বাবুনগরী ,মাওঃ আব্দুল আজিজ,মাওঃজুনায়েদ ইমামী,

মাওঃআকবর সুয়াবিলী প্রমুখ৷

সমাবেশে বক্তারা বলেন,ভারতের কসাই মুদির হাত মুসলমানের রক্তে রঞ্জিত ৷ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে মেহমান হিসাবে আনা এদেশের ইসলামপ্রিয় তৌহিদী জনতার হৃদয়ে চরম কুঠারাঘাত করার শামিল। তাকে খুশি করতে সরকার বায়তুল মোকাররম, হাটহাজারীসহ দেশব্যাপী নিরীহ আলেম-ওলামা ও মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি করে হত্যা করেছে। তাকে দ্রুত সময়ে ভারতে  পাঠিয়ে দেওয়া হোক। সমাবেশে অবিলম্বে শহীদদের লাশ  অভিভাবকদের নিকট হস্তান্তর করার জন্য জোর দাবি এবংযারা এ হত্যা কান্ডের সাথে জড়িত ,নির্দেশদাতা তাদের আইনের আওতায় এনে  ফাঁসি দেওয়ার জন্য জোর দাবি জানানো হয়। বক্তাগণ হেফাজত ইসলাম ঘোষিত আগামীকালের হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

No comments