নিরীহ আলেম-ওলামাদের কে নির্বিচারে গুলি করে হত্যা করা পাক হানাদার বাহিনীর বর্বরতা কেও হার মানিয়েছে
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধিঃ
পুলিশ কর্তৃক নিরস্ত্র নিরীহ প্রতিবাদী আলেমদের উপর গুলিবর্ষন করে হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবীতে খাগড়াছড়ি উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যেগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮মার্চ) রবিবার সকাল ১১ টায় জেলা শহরের কলাবাগান মিল্লাত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত সড়কে উঠতে চাইলে গণপূর্ত অফিসের সামনে পুলিশের বাঁধার সম্মুখীন হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, সদর উপজেলা যুবদলের আহবায়ক মো.ইব্রাহিম, দিঘীনালা স্বেচ্ছাসেবক দলের নেতা ওসমান গনি প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের দিনে নিরীহ নিরস্ত্র আলেম-ওলামাদের ও ছাত্রদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যা করা পাক হানাদার বাহিনীর বর্বরতা কেও হার মানিয়েছে। সভা-সমাবেশ প্রতিবাদ করা প্রত্যেকের জন্য নাগরিকের অধিকার। এই বর্বর হামলার মাধ্যমে ন্যায্য অধিকারকে চরমভাবে ক্ষুন্ন করা হয়েছে। বক্তাগণ অবিলম্বে এ নরকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানান।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহেদুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর নোমানসহ জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।


No comments