Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 70k+ readers in voiceofbd24

Breaking News

স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও মানুষের অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি- মাওলানা আরমান

 


 নিজস্ব  প্রতিনিধিঃ 

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে খাগড়াছড়িতে ইসলামী আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 আজ (২৬মার্চ) শুক্রবার সকাল ৯ টায় আরামবাস্থ নিজস্ব কার্যালয়ে জেলা শাখার সভাপতি মাওলানা হাফেজ মোঃ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় আইম্মা ও ওলামা মাশায়েখ পরিষদের জেলা শাখার সদস্য মাওলানা নুরুল কবির আরমান। 

মাওলানা নুরুল কবির আরমান  বলেন, আজ আমরা মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। এদেশের কৃষক শ্রমিক থেকে শুরু করে সকল পেশার মানুষ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সকলের আত্মত্যাগের বিনিময়ে আমরা লাল-সবুজের পতাকা পেয়েছি। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও মানুষের মৌলিক অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি। তাই স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জেলা সেক্রেটারী মাওলানা কাউসার আজীজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা অংশগ্রহণ করেন জেলা সহ-সভাপতি ডা. মেরাজুল ইসলাম,জেলা সদস্য মুহাম্মদ ইউনুস, সদর উপজেলা সভাপতি মোঃ আবুল কাশেম, সেক্রেটারি ডা. রেজাউল করিম, যুব আন্দোলনের জেলা প্রকাশনা সম্পাদক আব্দুল আউয়াল, ইশা ছাত্র আন্দোলনের সহ সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ। পরিশেষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

No comments