Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 70k+ readers in voiceofbd24

Breaking News

আটংএ বিএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ



নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষদ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আটং বিএম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের অর্থায়নে ১৭ মার্চ বুধবার সকাল ৯ টা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই সেবার আয়োজন করেন। সন্ধ্যা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই সেবা প্রদান করবেন।


উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ উদ্ধোধন করেন শরীয়তপুর (১) আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।


 চিকিৎসা প্রত্যাশীরা নিবন্ধণ করে বিনামূলে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করবেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছেন ডা. মাহমুদুল হাসান ঈমন এবং চিকিৎসা সেবা অনুষ্ঠান পরিচালনা করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী। মেডিকেল ক্যাম্পে স্বেচ্ছাশ্রম প্রদান করছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চিকিৎসা ক্যাম্প থেকে বিএম শওকত আলী জানায়, সরকারি ভাবে যে চিকিৎসা প্রদান করা হয় তা পর্যাপ্ত না। পাশাপাশি বাণিজ্যিক ভাবে যে ক্লিনিক ও হাসপাতাল রয়েছে সেখান থেকে চিকিৎসা নেয়ার সামর্থও সকলের থাকে না। তাই আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের চিন্তা করি। ঢাকা থেকে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক আমন্ত্রণ জানানো হয়। তারা এসে শিশু-বৃদ্ধসহ সকল শ্রেণি পেশার মানুষকে মেডিসিন, গাইনি, শিশু, ডায়াবেটিস, চক্ষু, এ্যাজমা, হাপানী সহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করছেন। প্রয়োজনে রোগীর প্যাথলজি পরীক্ষাও করা হচ্ছে। সকল রোগীকে বিনামূল্যে ঔষধ দেয়া হচ্ছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে চেষ্টা করব।

চিকিৎসা ক্যাম্পের তত্ত্বাবধায়ক ডা. মাহমুদুল হাসান ঈমন বলেন, আমি যে দিন প্রথম চিকিৎসা বিজ্ঞানের পাঠদান গ্রহণ করি সেই দিন থেকেই আমার পিতা বিএম ইউসুফ আলী আমাকে বলেছেন, মানুষের সেবায় নিয়োজিত হতে হবে। আমি এমবিবিএস পাশ পরবর্তী বিভিন্ন দেশ থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছি। এখন আমার জন্মস্থানে এসেছি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে। আজ বিশেষ দিনে চিকিৎসা প্রদান করছি এখানেই শেষ নয়। আমার পরিকল্পনা রয়েছে সপ্তাহে কমপক্ষে একবার হলেও গ্রামে এসে মানুষের চিকিৎসা প্রদান করব। এছাড়াও আমার এলাকায় একটি হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।

চিকিৎসা সেবা প্রদানকারী ডামুড্যা উপজেরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং শরীয়তপুর জেলা বিএমএ’র সভাপতি ডা. শেখ মোস্তফা খোকন বলেন, আমাকে অবগত করে এখানে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। আমি এ্যাজমা ও ডায়াবেটিস রোগের চিকিৎসা প্রদান করতেছি। স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করা হছে।

 চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ নেওয়ার পর নাগেরপাড়া জেলার নাগের পাড়া ইউনিয়নের মোহাম্মদ নান্নু মোল্লা(৫৫) বলেন আমি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি কিন্তু এত সুন্দরভাবে কোন ডাক্তার আমাকে দেখেনায়, ইউসুফ আলী,শওকত,এই স্কুল ও ডাক্তারদের জন্য আমি মন থেকে আল্লাহুর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের ভালো রাখেন।

No comments