খাগড়াছড়িতে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে আরোহীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মহাসড়কের সাপমারা স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. হানিফ (২৭) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা আরেক আরোহী মো. নাজিম মিয়া (২৩) গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকার আলুটিলা পাহাড়ের ওপরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হানিফ মাটিরাঙ্গা উপজেলা চরপাড়া গ্রামের মৃত মোঃ মোতাহের হোসেনের ছোট ছেলে। নিহত হানিফ অন্য একটি ট্রাকের হেলপারের চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিলেন। সাপমারা এলাকায় আলুটিলা পাহাড়ের ওপরে পৌঁছালে মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়িগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় তাতে মোটরসাইকেলচালক ও আরোহী দুজনই ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলে মো. হানিফ মারা যান এবং নাজিমের ডান পায়ের ওপরে স্থান থেঁতলে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ স্থানীয়দের সহায়তায় হানিফ ও নাজিমকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতলে নেয়। পরে গুরুতর আহত নাজিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করতে পুলিশি অভিযান চলছে। আইনি প্রক্রিয়া শেষে করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।


No comments