জাতীয় শিশু দিবস উপলক্ষে খেদাছাড়া দারুল ইক্বরা মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধিঃ
জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া দারুল ইক্বরা নূরানী মাদ্রাসায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৭ মার্চ) বুধবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ জুনাইদ বিন আনোয়ার।
এ সময় অন্যান্যের মধ্যে হাফেজ শহিদুল ইসলাম ,মাস্টার মাঈনুল ইসলাম,মাস্টার খাইরুল ইসলাম,মাস্টার শিপন হাসানসহ মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ মোস্তফা।


No comments