Voiceofbd24 is loved by 70k+ readers

Thanks everyone for the love of 70k+ readers in voiceofbd24

Breaking News

পানছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় মাওলানা সামি উদ্দিন নিহত

Published from Blogger Prime Android App

নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধিঃ 
মোটর মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন খাগড়াছড়ি জেলার পানছড়ি জামে মসজিদের মোয়াজ্জিন ও খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের  উপজেলা শাখার সদস্য মুহাম্মদ সামি উদ্দিন (২৬)। তিনি চট্টগ্রাম বাঁশখালী উপজেলার টই টং বাজার এলাকার আবুল হোসেনের সন্তান।
 সোমবার ৩১মে দিবাগত রাত আনুমানিক বারোটার দিকে চৌধুরী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে । 
জানা যায়, কাজ শেষে খাগড়াছড়ির থেকে ফেরার পথে চৌধুরী পাড়াএলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে খেজুর গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পায়। 
পানছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। মঙ্গলবার (১ জুন)সকাল সাড়ে ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । পানছড়ি থানার ওসি মুহাম্মদ দুলাল হোসেন জানায়, এই ঘটনাটি রাতেই জেনেছি।এটি খুবই মর্মান্তিক ওদুঃখজনক ঘটনা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

No comments