Voiceofbd24 is loved by 70k+ readers

Thanks everyone for the love of 70k+ readers in voiceofbd24

Breaking News

নওগাঁয় নানার বাড়িতে বেড়াতে এসে গৃহবধূর নিরুদ্দেশ

Published from Blogger Prime Android App

নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি নওগাঁ 

নওগাঁ জেলার রাণীনগরে নানার বাড়িতে বেড়াতে এসে এক গৃহবধূর নিরুদ্দেশ হওয়ার ঘটনা ঘটেছে। এই বিষয়ে ভুক্তভোগী স্বামী মাহমুদুল আরেফিন থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেছেন।

রানীনগর উপজেলার বনপুকুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। বগুড়ার নন্দীগ্রামের বাঁশো গ্রামের বাসিন্দা স্বামী মাহমুদুল আরেফিন জানান, আমার স্ত্রী গত ২৮শে মে বৃহস্পতিবার রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের বনপুকুর গ্রামে আমার নানা শ্বশুর আবদুল জলিলের বাড়িতে বেড়াতে যায়। স্ত্রী আসার ২/৩ দিন পর আমারও যাওয়ার কথা ছিল।

কিন্তু দুই দিন পর ৩০শে মে শনিবার সকালে কাউকে কিছু না বলে আমার স্ত্রী নিরুদ্দেশ হয়ে যায়। আমরা আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ খবর নিয়েছি এবং আমার স্ত্রীর ব্যবহৃত ফোন বন্ধ থাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমি ৩০মে বিকেলে এই বিষয়ে রাণীনগর থানায় একটি জিডি দায়ের করেছি।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান এই বিষয়ে একটি সাধারন ডায়েরী পেয়েছি। ওই গৃহবধূকে উদ্ধার করার সকল কার্যক্রম অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুতই গৃহবধূকে উদ্ধার করা সম্ভব হবে।

No comments