খাগড়াছড়িতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য জননেতা ওয়াদুদ ভূইয়ার সুস্বাস্থ্য কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪এপ্রিল বুধবার আসরের নামাজের পর কলাবাগান মসজিদে খাগড়াছড়ি সরকারি কলেজ শাখা ছাত্রদল এই দোয়া মাহফিলের আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নুরশাদ হোসেন বাপ্পি, খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশিকুর রহমান আশিক, যুগ্ম আহ্বায়ক হোসেন আহম্মেদ, সদস্য সচিব আব্দুল মান্নান ও পৌর ছাত্রদলের সদস্য মোঃ শাহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন কলাবাগান মসজিদের ইমাম মাওলানা নুরুল কবির আরমান


No comments