মানিকছড়িতে সূধীজনদের সন্মানে ইশা ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধিঃ
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা শাখার উদ্দ্যোগে বন্ধু প্রতীম সূধীজনদের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ( ৭মে) শুক্রবার অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মুহাম্মদ রবিউল মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইসলামী আন্দোলন মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আল-আমিন ফরাজী, সেক্রেটারী মুহাম্মদ তরিকুল ইসলাম,
ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার সেক্রেটারী মুহাম্মদ যুব নেতা মুহাম্মদ মুজিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, বৈশ্বিক করোনাকালীন সময়ে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ অনেক কষ্টে দিন অতিবাহিত করছে। তাদের সাহায্য সহযোগিতা করা মহৎ কাজ। তাদের সার্বিক সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তাগণ।
ইফতার মাহফিলে উপজেলা শাখার দায়িত্বশীল ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
No comments