Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 70k+ readers in voiceofbd24

Breaking News

নতুন প্রজন্মের তরুণ কথাসাহিত্যিক প্রত্যুষ রুবেল এর দ্বিতীয় উপন্যাস "নষ্টনীড় " এর মোড়ক উন্মোচন

 


আতিকুর রহমান রিয়াজ

চট্টগ্রাম


নগরীর ঐতিহ্যবাহী বুকস্টল "অমর বই ঘরে" আজ রোজ শুক্রবার বিকাল ৪ঘটিকায়  মোড়ক উন্মোচন করেন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক কামরুল হাসান।

 জনাব কামরুল হাসান তাঁর বক্তব্যে বলেন, " মধ্যবিত্ত নাগরিক জীবনের নিত্যদিনের যাপিত জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে প্রত্যুষ রুবেল এর লেখায়। তাঁর লেখনীর সহজ-সরল বচন ভঙ্গি এবং গল্পের প্রাঞ্জলতা পাঠককে "নষ্টনীড়" পড়তে আরো উৎসাহিত করবে বলে আমার বিশ্বাস। " অনুষ্ঠানে বই কিনতে আসা অন্যান্য পাঠকদের কন্ঠেও ছিল লেখকের বন্দনা। প্রত্যুষ রুবেল একাধারে একজন সাহিত্যিক, প্রকৌশলী এবং উদ্যোক্তা। চিত্র প্রযোজনায়ও নিজেকে সম্পৃক্ত করেছেন। বহুমাত্রিক এই গুণী লেখকের উপন্যাস পাঠকমহলে গত বইমেলার ন্যায় এবারো সাড়া ফেলবে, এই আশাটুকু নিঃসন্দেহে করা যায়। নষ্টনীড় বইটি অমর বইঘর জিইসি শাখায় পাওয়া যাচ্ছে।

No comments