Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 70k+ readers in voiceofbd24

Breaking News

আল্লামা নোমান ফয়জী ইন্তেকালে খাগড়াছড়ি ওলামা ঐক্য পরিষদের শোক প্রকাশ



নিজস্ব  প্রতিনিধি:: 

চট্টগ্রাম হাটহাজারী মেখল মাদরাসার পরিচালক ও হাটহাজারী দারুল উলুম মাদরাসার মজলিসে শূরার অন্যতম সদস্য  মাওলানা নোমান ফয়জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

আজ  (২৩মার্চ) মঙ্গলবার সংবাদমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায়  উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল কবির আরমান, সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম সরলী ও সেক্রেটারী মাওলানা রেজাউল করিম মেজবাহ বলেন,  আল্লামা নোমান ফয়জী রহ. অত্যন্ত সহজ-সরল ও খোদাভীরু মানুষ ছিলেন। তিনি অমৃত্যু দ্বীন- ইসলাম, দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। ৷ তাঁর ইন্তেকালের দেশবাসী একজন প্রজ্ঞাবান নিবেদিতপ্রাণ আলেমে দ্বীনকে হারালো, যা সহজে পূরণ হবার নয়। 

নেতৃবৃন্দ মরহুমের রুহের আত্মার মাগফেরাত এ বং শোকাহত পরিবার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করেন। উল্লেখ্য আল্লামা নোমান ফয়জী (২২মার্চ) সন্ধ্যা  সাড়ে ৬ টায় ঢাকাস্হ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

No comments