শ্রদ্ধায় বিদায় নিলেন পুলিশ সুপার: জয়পুরহাট
সটাফ রিপোর্টার :: জয়পুরহাট
জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবীরকে বিদায় জানিয়েছেন জেলা পুলিশ সদস্যরা। শনিবার দুপুরে বিদায় শেষে জয়পুরহাট পুলিশ লাইন্স ছাড়েন তিনি।
এসপিকে বহনকারী গাড়িকে ফুল দিয়ে সাজানোর পর দুটি রশি দিয়ে বেঁধে রশি দুটিকে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে গাড়ি টেনে তাকে সদর রাস্তায় তুলে দেন পুলিশ সদস্যরা এসপির বিদায়ের সময় অন্যান্য পুলিশ কর্মকর্তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।
এর আগে বিদায়ী এসপি পুলিশ লাইন্সে বিদায়ী সালাম ও শুভেচ্ছা গ্রহণ করেন।
তাকে শুভেচ্ছা জানান জয়পুরহাটের নবাগত পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভুঞা,অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম সহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা।
এর আগে তিনি পিরোজপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালন করছিলেন।


No comments