Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 70k+ readers in voiceofbd24

Breaking News

গুইমারায় পলাতক আসামী আটক

 


নিজস্ব প্রতিনিধিঃ


খাগড়াছড়ি গুইমারা উপজেলার বড়পিলাক এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পলাতক থাকা রহিম মিজিকে আটক করেছে 

গুইমারা থানা পুলিশ।আটক রহিম বড়পিলাক  জাফর মিজির ছেলে।তার নামে গত পাচঁ মার্চ  নারী ও শিশু নির্যাতন আইন  ২০০০ এর ৯(১)এর ১৪ বছরের ভিকটিমকে  ধর্ষনের অভিযোগ এনে একই এলাকার এক কিশোরী বাদী হয়ে মামলা দায়ের করেছে।


ওই কিশোরীর বাড়ি বড়পিলাক রাস্তার পাশে।কিশোরীর দাবি রাতে  ঘর  থেকে বের হলে  রহিম তাকে কোলে করে, মুখ চেপে দরে আম বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে।বর্তমানে সে অন্তসত্তা।


বুধবার (১৭ মার্চ) বড়পিলাক এলাকা থেকে এস আই সত্যজিত ভোমিক, এসআই আল আমিন,ও সঙ্গীয়  ফোর্স রহিমকে আটক করে গ্রেফতার  পূর্বক  বিজ্ঞ আদালতে  সোপর্দ করে।


স্থানীয়রা জানান,আটক রহিম ইতিপূর্বে  তার ঘরে বিবাহিত স্ত্রী থাকা সত্তেও গুইমারা হাজাপাড়া এলাকা থেকে  একটি অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে প্রেমের ফাঁদে পেলে  বিয়ে করে।পরে হাফছড়ি ইউনিয়ন পরিষদে বিচারের মাধ্যমে প্রথম স্ত্রীকে এক লক্ষ টাকা দিয়ে বিদায় করে দেয় রহিম। এর পর এই মেয়ের সাথে এ অনৈতিক কাজ করে । তারা রহিমের উপযুক্ত শাস্ত্রির দাবি করে।


এবিষয়ে গুইমারা থানার ওসি মোঃমিজানুর রহমান বলেন, মামলার গ্রহনের পর থেকে রহিম পলাতক ছিলো।পুলিশ গত ১৭ তারিখ রাতে তাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছ ।

No comments