Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 70k+ readers in voiceofbd24

Breaking News

গুইমারা থানার উদ্যোগে মাস্ক বিতরন

 


 নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি::


খাগড়াছড়ির গুইমারা থানার উদ্যোগে উপজেলার মহাসড়ক, বাজার সহ বিভিন্নস্থানে   মাস্কবিহিন সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে থানার পুলিশ সদস্যরা। 


মাস্ক পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ,এই স্লোগানকে সামনে রেখে মহামারি কোভিড-১৯ প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মাস্ক বিতরন করা হয়েছে


গুইমারা থানা অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমানের নিদর্শনায়  বুধবার সকালে গুইমারা বাজার, বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের চালক, হেলপার,যাত্রী,ও পথচারীদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।


এ কার্যক্রমে  এসআই আল আমিন, এএসআই বশির ও এএসআই, শাহজালাল  সহ  পুলিশ সদস্যরা অংশ নেয়।


এসময় প্রাণঘাতি করোনাভাইরাসের  ক্রান্তিকালে   স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাইকে অনুরোধ জানান পুলিশ সদস্যরা।

No comments