রামগড় আজিজুল উলুম মাদ্রাসার মজলিশে আমেলার বৈঠক অনুষ্ঠিত
এস এম মহিউদ্দিন::
উত্তর ফটিকছড়ির প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফটিকছড়ি বাগান বাজার ও খাগড়াছড়ি জেলার প্রবেশপথ রামগড় উপজেলার অতি সন্নিকটে অবস্থিত পুরান রামগড় ইসলামিয়া আজিজুল উলুম (কাজীবাড়ী) মাদ্রাসায় মজলিশে আমেলার জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠক শেষে অত্র মাদ্রাসাটির মুতাওয়াল্লী ও মজলিশে আমেলার প্রধান মাওলানা কাজি করিমুল হক সাহেব বৈঠকের লিখিত সিদ্ধান্তবলী পাঠ করে শুনান, এ তিনি বলেন মাদ্রাসাটি বর্তমান মুহতামিম মাওলানা শায়খ মিজানুর রহমান সাহেব বছরের প্রায় বেশির ভাগ সময় প্রবাসে কাটিয়ে থাকেন সে জন্য আজ দীর্ঘ কয়েকবছর যাবৎ মাওলানা ওবায়দুল হক সাহেব নায়েবে মুহতামিম হয়েও ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই বৈঠকে সকলের সিদ্ধান্ত মোতাবেক মাওলানা ওবায়দুল হক সাহেবকে অত্র মাদ্রাসার ভারমুক্ত করে মুহতামিম হিসেবে ঘোষণা করেন, এবং মাওলানা শায়খ মিজানুর রহমান সাহেবকে ছদরে মুহতামিম ও মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কারী ওয়ালি উল্লাহ সাহেবকে মুঈনে মুহতামিম ঘোষণা করা হয়।
এ সময় নবনিযুক্ত মুহতামিম মাওলানা ওবায়দুল হক সাহেব তার শারীরিক অসুস্থতা জনিত কারনে তার উপর দীর্ঘদিনের প্রাধান কোষাধ্যক্ষে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবুল বশর (কাতেব সাহেব হুজুর) কে কোষাধ্যক্ষে দায়িত্বে মনোনীত করেন।
অত্র মাদ্রাসাটি ১৩৭৯ হিজরি মোতাবেক ১৯৫৯ ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়, মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন জামিয়া ইসলামি পটিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি আজিজুল হক রহ. প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসাটি অত্র অঞ্চলে ইসলাম ও দ্বীনের খেদমত করে আজ দীর্ঘ ৬০ বছর অতিক্রম করে ৭০ বছরের কাছিকাছি সময়ে আছেন।
মজলিশে আলেমার বৈঠকে মজলিশে আমেলার ৭ সদস্য উপস্থিত ছিলেন,
মাওলানা কাজী করিমুল হক, মাওলানা ওবায়দুল হক চৌধুরী, মাওলানা ক্বারী ওয়ালি উল্লাহ, মওলানা কাজী হারুন, মাওলানা কাজী আহমদ দিদার, মাওলানা আবুল বশর, মাওলানা মুফতি মিজান সিরাজ ফেনবী।


No comments