Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 70k+ readers in voiceofbd24

Breaking News

সাংবাদিক আল-মামুন এর শ্বশুরের ইন্তেকাল

 


 খাগড়াছড়ির সাংবাদিক  আল-মামুন এর শ্বশুর মো.আলমগীর হোসেন (৬৫) ইন্তেকাল করেছেন।  


আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


মৃত্যুকালে তিনি ২ছেলে ৩ মেয়ে,জামাতাসহ অসংখ্য গুণগাহী রেখেগেছেন।


তিনি দীর্ঘ  ৮ মাস ধরে ব্রেইন টিউমার,ক্যান্সার রোগে ভুগছিলেন। চট্টগ্রাম, কুমিল্লাসহ তার চিকিৎসার পর সর্বশেষ তাকে নিজ বাড়িতে রাখা হয়।

আজ সকাল মানিকছড়িস্থ গচ্ছাবিল নিজ বাড়িতে শেষ বিদায় নেন।


তার মৃত্যুতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করে মরহুমের আত্মার শান্তি কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।


বাদ আসর গচ্ছাবিলে মরহুমের যানাজা অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে তার দাপন সম্পন্ন করা হবে।

No comments