Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 70k+ readers in voiceofbd24

Breaking News

ফটিকছড়িতে হোমিওপ্যাথিক মেডিসিন "হিপার সালফ" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 


নুরুল কবির আরমানঃ

হোমিওপ্যাথিক মেডিসিন "হিপার সালফ"বিষয়ক শীর্ষক সেমিনার 

২৫ ডিসেম্বর শুক্রবার  রাত ৮টায়  ফটিকছড়ি বিবিরহাট বাজারস্থ শাহিন হোমিও ক্লিনিকে অনুষ্ঠিত হয়েছে। নাজিরহাট শহিদুল আজম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর উপাধ্যক্ষ ও বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃএ এইচ এম জিয়াউল হকের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ছাত্র সংসদ ফটিকছড়ি'র সহসভাপতি মাওলানা মোঃগোলাম কিবরিয়া।

হোমিওপ্যাথিক ছাত্র সংসদের উপজেলা সাধারণ সম্পাদক মাস্টার রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "হোমিওপ্যাথিক ছাত্র সংসদ ফটিকছড়ি'র উপদেষ্টা বিশিষ্ট হোমিও চিকিৎসক ও গবেষক ডাঃগোলাম মোস্তফা চৌধুরী।

সভাপতির বক্তব্যে ডাঃএ এইচ এম জিয়াউল হক বলেন,হোমিওপ্যাথিক মেডিসিন 'হিপার সালফ" এর মৌলিক লক্ষণ হল ৪টি।

১।অতি স্পর্শ কাতরতা

২।অতি ব্যথা

৩।অতি ফোলা

৪।অতি ঘর্মতা।

এই ৪টি লক্ষণের উপর ভিত্তি করে ঔষধটি ব্যবহার করলে সফলতা অনিবার্য্য।

সেমিনারে  এশিয়ান টিভির সাংবাদিক বিশিষ্ট  লেখক ও গবেষক এম আলী সিকদার, হোমিওপ্যাথিক ছাত্র সংসদ ফটিকছড়ি'র নবনির্বাচিত সভাপতি মোঃবেলাল উদ্দীন,ছাত্র কল্যাণ সম্পাদক মোঃআমিরুল আজিম চৌধুরী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

No comments