গুইমারায় লাইসেন্সের শর্ত ভঙ্গের অভিযোগে ৪ টি করাতকলকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
এস এম মহিউদ্দিন ::
খাগড়াছড়ির গুইমারাতে ৪টি করাত কলে করাত কল (লাইসেন্স) বিধিমালার ২০১২ সালের এর ৯ ধারার ৩(১) ধারায় লাইসেন্সের শর্ত ভঙ্গের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় গুইমারার বড়পিলাকের জামাল মিস্ত্রিরির করাত কলে ১ হাজার টাকা, আলমাছ ভূইয়ার করাত কলে ২ হাজার টাকা, এবং জালিয়াপাড়ার কবিরের করাত কলকে ৩ হাজার টাকা ও ইউছুপ সুবেদারের করাত কলে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ। এ সময় উপস্হিত ছিলেন জালিয়াপাড়া বন রেন্জ কর্মকর্তা আনোয়ার হোসেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকরী নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।
উল্লেখ্য যে গুইমারা উপজেলায় ১২ টি করাতকল রয়েছে। যার অধিকাংশ লাইসেন্স থাকলেও নবায়ন নেই।


No comments