মাটিরাঙ্গা দারুল উলুম মাদ্রাসায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত
নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা দারুল উলুম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও প্রথম, দ্বিতীয়,তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ( ২৬ডিসেম্বর)শনিবার সকালে মাদ্রাসায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ্ব মাওঃহাফেজ ক্বারী হারুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম সোহাগ।
মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ আক্তারুজ্জামান আখতারুজ্জামান ফারুকীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় সভায় অন্যান্যের মধ্যে
মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক ফুরকান উদ্দিন সোহাগ,
মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবুল হাসেম, মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম ও অভিভাবকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি বৃন্দ কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। পরিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



No comments