Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 70k+ readers in voiceofbd24

Breaking News

গুইমারায় পাহাড়ী টিলা ও ফসলি জমির মাটি কাটার দায়ে ভাটা মালিককে অর্থদন্ড



স্টাফ রিপোর্টার :

খাগড়াছড়ির গুইমারাতে ইট ভাটার জন্য পাহাড়ী টিলা ভূমি ও ফসলি জমির উর্বর মাটি কাটার দায়ে ভাটা মালিক ফোর ষ্টারের পরিচালক মশিউর রহমান তারেক'কে এক লাখ টাকা অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে গুইমারা উপজেলার সাইংগুলিপাড়া এলাকায় পাহাড়ী টিলার মাটি কাটার সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ জন চালকসহ ৩টি ড্রাম ট্রাক জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে ভ্রাম্যমান আদালতে দায় স্বীকার করলে এক লাখ টাকা অর্থদন্ড দিয়ে আটক ব্যক্তি ও জব্দ হওয়া পরিবহন ছেড়ে দেয়া হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর ৫ এর ১ লঙ্ঘন করে পাহাড়ী টিলার মাটি কেটে ফোর স্টার ইটভাটায় নেয়ার দায়ে ভাটা মালিক মশিউর রহমান তারেককে এক লাখ টাকার অর্থ দন্ড ও সর্তক করা হয়। 


খাগড়াছড়িতে চলতি মৌসুমে ৪০ টির বেশী ইট ভাটা চলছে। যার সবকটিতে কৃষি ও পাহাড়ী টিলার মাটি কেটে ইট বানিয়ে বনের কাঠ পুড়িয়ে চলছে উৎপাদন।

No comments