Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 70k+ readers in voiceofbd24

Breaking News

মানিকছড়িতে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ,ধর্ষক আটক

 


নিজস্ব প্রতিনিধি,মানিকছড়ি::

 মানিকছড়ি উপজেলার  গোরখানা এলাকার শাহানশাহ  হক ভান্ডারী সুন্নিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী   (৮) বখাটে ধর্ষক মোঃ নয়ন হোসেন (১৫) অষ্টম শ্রেণীর  ছাত্র  কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ধর্ষককে আটক করেছে।

 পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার  গোরখানার এলাকার  শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া মাদরাসার  ২য় শ্রেণীর ছাত্রী(৮) কে ১৭ ডিসেম্বর সন্ধ্যায় একই  এলাকার জনৈক আবদুস ছালামের পুত্র মোঃ নয়ন হোসেন (১৫) ধর্ষণ করেন। এ সময় শিশু কন্যার আত্মচিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষক প্রথমে পালিয়ে গেলেও খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করতে সক্ষম হয়। 

পরে অসুস্থ কন্যা শিশুটিকে হাসপাতালে নেয়া হলে প্রাথমিকভাবে নার্স দ্বারা চেকআপে  ধর্ষণের আলামত থাকায় শিশু কন্যাটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে পাঠায় চিকিৎসকরা।

পরে রাতে শিশু কন্যার পিতা মোঃ ফজর আলী বাদী হয়ে মামলা করেন।মামলা নং-০৩,তারিখঃ- ১৭-১২-২০২০ইং

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আমির হোসেন  ঘটনার সত্যতা নিশ্চিত  করেন।

No comments