মাটিরাঙ্গায় মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ ও পৌর শাখার শ্রদ্ধা নিবেদন
এস এম মহিউদ্দিন ::
মাটিরাঙ্গায় বঙ্গবন্ধু সৈনিক লীগ উপজেলা শাখা ও পৌর শাখা মাটিরাঙ্গা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ।
ভোর ৬ ঘটিকায় পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯তম বার্ষিকী।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনীর ৯১,৬৩৪ জন সেনাসদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।
৩০ লাখ শহীদের আত্মত্যাগ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমে অর্জিত হয় এ স্বাধীনতা।
বঙ্গবন্ধু সৈনিক লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ শাহ্ আলম সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদ পৌর শাখার আহবায়ক সৈয়দ রফিক যুগ্ম আহ্বায়ক বাবলু তালুকদার ও ৯নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ নভী হোসেন সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম সহ সৈনিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।



No comments