Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 70k+ readers in voiceofbd24

Breaking News

ফটিকছড়ি বিবিরহাট তালিমুদ্দিন মাদ্রাসার পরিচালক আল্লামা  কাসেমের ইন্তেকাল

Published from Blogger Prime Android App

নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধিঃ
 দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর সাবেক সহকারী পরিচালক ও  ফটিকছড়ির জামিয়া কোরআনীয়া তা'লীমুদ্দীন মাদ্রাসার পরিচালক প্রবীণ আলেম আল্লামা হাফেজ মুহাম্মদ কাসেম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ  (৯ জুন) বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ফটিকছড়িস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল৭৫ বছর। তিনি ৫ ছেলে, ৪মেয়ে, স্ত্রী,  হাজার হাজার ছাত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগ ব্যাধিতে ভুগছিলেন। তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁকে একনজর দেখার জন্য শত শত মুসল্লি তার বাড়িতে ভিড় জমায়।
আগামীকাল ( বৃহস্পতিবার) সকাল ১০টায় জামিয়া কোরআনীয়া তা'লীমুদ্দীন মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

No comments