মুক্তিযুদ্ধে ওলামায়ে কেরামের ভুমিকা ও বীর শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
এস এম মহিউদ্দিন ::
ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি সদর উপজেলা শাখার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা সদরের আরামবাগস্থ দলীয় কার্য্যলয়ে
'মুক্তিযুদ্ধে ওলামায়ে কেরামের ভুমিকা ও বীর শহীদদের স্মরণ আলোচনা সভা ও দোয়া মাহফিল' অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি জনাব মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক মুফতি ইমাম উদ্দিন কাসেমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালেক্টরট জামে মসজিদের খতীব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন, ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, ইসলামী শ্রমিক আন্দোলন খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আল-আমীন, শ্রমিক আন্দোলন সাবেক জেলা সভাপতি জনাব আব্দুল জব্বার গাজী, সাংবাদিক মাওলানা নুরুল কবির আরমান, অটো মোটর বাইক শ্রমিক আন্দোলন খাগড়াছড়ি জেলা সভাপতি মুহাম্মদ নুরুজ্জামাল, ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি সদর উপজেলা সভাপতি মাওলানা আলী হোসাইন কারীমি, ইসলামী শ্রমিক আন্দোলন সদর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসাইন, ইশা ছাত্র আন্দোলন সদর উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।


No comments